শ্যামনগরের ২টিতে নৌকা,১টিতে জামায়াত ও ৬টিতে নৌকার ভরাডুবি

শ্যামনগর প্রতিনিধি: চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামী লীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছে।

নির্বাচতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যথাক্রমে উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়া গাজী আনিছুজ্জামান আনিচ, নুরনগর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগরে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুরে বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ কর্মী আবু সালেহ, মুন্সিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান অসীম কুমার মৃধা।

ভোটের ফলাফল অনুযায়ী আওয়ামীলীগের ২ প্রার্থী নির্বাচিত হলেও তাদের দলের বিদ্রোহী হিসেবে ২ জন নির্বাচনে জয়ী হয়েছে। এছাড়া বিএনপি’র ২ নেতা স্বতন্ত্রভাবে নির্বাচিত হওয়ার পাশাপাশি জামায়াত সমর্থিত ১ জনসহ অপর নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ কর্মী হলেও তারা দলীয় মনোনয়ন না চেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়।

Check Also

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যুদের গ্রেফতার এবং বিএনপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।