সাতক্ষীরায় হাজার হাজার মানুষের অশ্রুসিক্ত ভালবাসায় শায়িত হলেনএকেএম আনিছুর রহমান

চায়না বাংলা, সিবি হসপিটাল, বরসা ট্যুরিজম’র এমডি ও দৈনিক সুপ্রভাত সম্পাদক এ.কে.এম আনিছুর রহমানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় হাজার হাজার মানুষের ঢল নামে। জানাযা নামাজে ইমামতি করেন পারকুখরালী জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল হামিদ। সোমবার (২৭ ডিসেম্বর) বাদ যোহর দুপুর ২টায় শহরের বাটকেখালী কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। কানায় কানায় ভরে যায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় ময়দান। জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি শোকে এতটা স্তব্ধ হয়ে পড়েন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেন এবং কেঁদে ফেলেন। এসময় অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আইনুল ইসলাম নান্টা ও এ.কে.এম আনিছুর রহমানের পিতা আজিজুর রহমান, বড় ছেলে খালিদুর রহমান প্রমুখ। জানাযা নামাজ শেষে এ.কে.এম আনিছুর রহমানের মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সাতক্ষীরা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তার মরদেহে পূর্ষ্পাঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান। এর আগে সকালে সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) একেএম আনিছুর রহমানের বাড়ি গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। পরে জানাযা নামাজের আগে জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ মরহুমের বাড়িতে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। একেএম আনিছুর রহমানের জানাযা নামাজে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মীর মাহমুদ হাসান লাকী, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, দৈনিক যুগেরবার্তা সম্পাদক আবু নাসের মো. আবু সাঈদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা বিএনপি’র আহবায়ক এ্যাড. সৈয়দ এখতেখার আলী, সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলিম, ডা. মনোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বেলা ১ টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এ.কে.এম আনিছুর রহমানের জানাজা উপলক্ষে শহরের বাটকেখালী এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। ধারণা করা হচ্ছে, স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় জেলার রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সংগঠন ও হাজার হাজার মুসুল্লীরা অংশ নেয়। জানাযা শেষে এ.কে.এম আনিছুর রহমানকে শেষ দেখা দেখতে আসা মানুষের ভীড় সামলাতে হিমশিম খেতে হয়।

Please follow and like us:

Check Also

তালায় বৃষ্টির জন্য এস্তেষ্কার নামাজ আদায়

কামরুজ্জামান মিঠু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন এলাকার মুসল্লীবৃন্দ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।