কচুয়ায় ব্লক প্রদর্শনীর শুভ উদ্ভোধন

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় “কৃষিই সমৃদ্ধি” এই শ্লোগানকে সামনে রেখে ২০২১-২০২২ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে বোরো হাইব্রিড ধানের সমলয় চাষাবাদ ব্লক প্রদর্শনীর শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কচুয়া উপজেলার ভান্ডারকোলা এলাকায় এ শুভ উদ্ভোধনী অনুষ্ঠান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জীনাত মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.আজিজুর রহমান।

কৃষি সম্প্রসারণ অফিসার ইসমাইল হোসেনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কেএম শাহাবুদ্দিন আহমেদ।এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার মো.সাইফুল ইসলাম, জেলা কৃষি প্রকৌশলী রীনা মল্লিক।

এসময়ে এসএ পিপিও বিভাষ চন্দ্র সাহা সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।