মোড়েলগঞ্জে পুল ভেঙ্গে ইজিবাইক খালে

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের মহিষচরনী খালের পুলটি ভেঙ্গে পড়ে শত শত শিক্ষার্খী সহ জনসাধারণ চরম ভোগন্তির শিকার হয়েছে।

সরেজমিনে জানা গেছে, ইউনিয়নের মহিষচরনী খালের এটি একটি জনগুরুত্বপূর্ণ পুল। এ পুল দিয়ে প্রতিদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী সহ হাজার হাজার লোক যাতায়াত করে। এ পুল দিয়ে মহিষচরনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনশক্তি মাধ্যমিক বিদ্যালয়, মিস্ত্রিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহিষচরনী বাইতুর রহামান জামে মসজিদ সংলগ্ন মসজিদভিত্তিক পাঠাগার, ঢুলিগাতী মাধ্যমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ ছাড়াও কাটাবুনিয়া, ঢুলিগাতী বাজার, ঐতিহ্যবাহী হেমড়া বাজার, ফুলহাতা, দৈবজ্ঞহাটী, সোনাখালী, গজালিয়া, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিসে যাতায়াতের জন্য এ পুলটি ব্যবহ্নত হচ্ছে।

এ ওয়ার্ডের ইউপি সদস্য লতিফ হাওলাদার জানান, জনদুর্ভোগ নিরসনে খেয়ায় পারাপারের ব্যবস্থা করা হয়েছে। শিশু শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে খেয়াপার হতে পারছেনা।

ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার জানান, বৃহস্পতিবার দুপুরে মালমাল বহনকারী একটি ইজি নিয়ে পুলটি ভেঙ্গে পড়ে। এতে ইজিবাইক চালক আলাউদ্দিন খান আহত হয় । ২৫ বছর আগে এ পুলটি নির্মিত হয়। এরপর বহুবার সংস্কার হয়েছে। সবশেষে ১ মাস পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে এ পুলটি সংস্কার করা হয়েছিল।

উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, এলজিআরডি’র বরাদ্ধ কিংবা আইডিভূক্তর প্রেক্ষিতে পুলটি নির্মান হবে।

এ সর্ম্পকে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি সম্পর্কে ইউনিয়ন চেয়ারম্যান অবহিত করেছেন। উপজেলা পরিষদ কিংবা এলজিআরডি’র দপ্তরের মাধ্যমে সংস্কারের ব্যবস্থা গ্রহন করা হবে।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।