দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে চেক ও সেলাই মেশিন বিতরন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ (২য় সংশোধিত) প্রকল্পের ১২ তম ব্যাচের প্রশিক্ষণ ভাতা এবং এডিপি এর অর্থায়নে সেলাই মেশিন ও সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
এসময় মোট ৫০ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের সনদপত্র, প্রশিক্ষন ভাতার চেক প্রদান করা হয়। এছাড়া ১১ জন দুস্থ অসহায় নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
Check Also
দেবহাটায় ছাত্রশিবিরের কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত
দেবহাটা প্রতিনিধি : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দেবহাটা উপজেলা উত্তর শাখার আয়োজনে বাছাইকৃত কর্মীদের নিয়ে শিক্ষাশিবিরের …