এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):-মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা,দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় দেবহাটা উপজেলার মডেল রিসোর্স সেন্টারে সংক্ষিপ্ত আলোচনা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন দেবহাটা উপজেলার সুপারভাইজার শেখ ওলিউল রহমান এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউণ্ডেশন উপজেলা মডেল কেয়ারটিকার মাও: মো: ফজর আলী ,, সাধারণত কেয়ারটিকার মাও: নুরুল ইসলাম,, মাও: আহাম্মদ আলী ও দেবহাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রাজু আহমেদ,,, সাংবাদিক এ বি সিদ্দিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সকল পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মুসল্লিরা।
মহান শহীদ দিবস উপলক্ষে আজ ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে সকালে কবরস্থানে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় , দোয়া ও মুনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
অন্যদিকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আহবান জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন।