অভয়নগরে নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নাগরিক সংবর্ধনা বানচাল!

বিলাল মাহিনী, যশোর :

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান-মেম্বরদের সংবর্ধনা প্রশাসনের পূর্ব অনুমতি না থাকায় বানচাল হয়েছে।

২৮ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৩টায় শুভরাড়া ইউনিয়নের বাবুর বাজারে শুভরাড়া ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের নাগরিক সংবর্ধনা দেয়ার আয়োজন করে শুভরাড়া গ্রামবাসি। যেখানে সভাপতিত্ব করার কথা ছিল ডাঃ এস এম আকবর হোসেনের।

শুভরাড়া আদর্শ গ্রাম সংগঠনের সার্বিক সহযোগিতায় আয়োজিত উক্ত অনুষ্ঠানটি শুরুর ঠিক পূর্বমূহুর্তে পুলিশি নিষেধাজ্ঞায় বানচাল হয়ে যায়। এব্যাপারে অনুষ্ঠান স্থলে কথা হয় বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের টুআইসি মো.অহিদুলের সাথে, তিনি জানান- উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না থাকায় ওসি সাহেবের নির্দেশে নির্দেশে আমরা অনুষ্ঠান বন্ধ করতে বলেছি।

আয়োজন কমিটির আহবায়ক এবং অনুষ্ঠানের সভাপতি ডাঃ এস এম আকবর হোসেনের মুঠোফোনে (01711246363) কথা বললে তিনি যথাযথ কর্তৃপক্ষের যথাসময়ে অনুমতি না নেয়ার বিষয়টি স্বীকার করেন।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।