খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট কারামতিয়া ফাজিল মাদ্রাসায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (৭ মার্চ) বেলা ১১টাই মাদ্রাসা মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়।
অত্র মাদ্রাসার শিক্ষক মহিদুল ইসলামের সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চ সম্পর্কে উদ্ভাবনী বক্তব্য রাখেন মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মুস্তাকিম বিল্লাহ। আরো বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, মাওলানা বুরহানুজ্জামান, আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তাগন তাদের বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। এসময় মাদ্রাসার সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
এই আলোচনা সভার সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ঢালীর সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।