কিয়েভ ঘিরে ফেলেছে রুশ সেনা কনভয়

স্যাটেলাইট থেকে পাঠানো ছবিতে কিয়েভের কাছে একটি রুশ সেনাবহর দেখা গিয়েছে। সেখানে কিয়েভের আশেপাশের অঞ্চলে রুশ বাহিনীকে পুনরায় মোতায়েন হতে দেখা গেছে। এটি ইউক্রেনের রাজধানীর দিকে রুশ বাহিনীর নতুন করে অগ্রসর হওয়ার ইঙ্গিত দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে৷

মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি ম্যাক্সার টেকনোলজিস জানিয়েছে যে, বৃহস্পতিবার তোলা স্যাটেলাইট চিত্রগুলি দেখায় যে যানবাহন, ট্যাঙ্ক এবং আর্টিলারির ৬৪ কিলোমিটার (৪০-মাইল) লম্বা লাইন ভেঙে দিয়ে পুনরায় স্থাপন করা হয়েছে। সংস্থাটি বলেছে যে, চিত্রগুলিতে দেখা গেছে রুশ সাঁজোয়া ইউনিটগুলি কিয়েভের উত্তর-পশ্চিমে আন্তোনোভ বিমানবন্দরের কাছের আশেপাশের শহরগুলির মধ্যে এবং এর মধ্য দিয়ে চালনা করছে৷

কনভয়গুলোকে শেষবার আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমাঞ্চলে দেখা গিয়েছিল – কিন্তু এখন সেগুলো আশেপাশের শহরে অবস্থান নিতে সরে গিয়েছে। ম্যাক্সার বলছে যে অন্যান্য ছবিতে দেখা যায় যে, কিছু কনভয় লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে এবং কাছাকাছি আর্টিলারি স্থাপন করেছে।

এর আগে বৃহস্পতিবার একজন ঊর্ধ্বতন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছিলেন যে রুশ বাহিনী গত ২৪ ঘণ্টায় কিয়েভের তিন মাইল বা ৫ কিলোমিটার কাছাকাছি এগিয়ে এসেছে। এর অর্থ হল, রাজধানীর উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে আসা রাশিয়ান সৈন্যরা এখন কিয়েভের কেন্দ্র থেকে মাত্র নয় মাইল বা ১৫ কিলোমিটার দূরে রয়েছে।

সেইসাথে উত্তর-পূর্ব দিক থেকে এগিয়ে আসা রাশিয়ান বাহিনী শহর থেকে ২৫ মাইল বা ৪০ কিলোমিটার দূরে রয়েছে। উত্তরের শহর চেরনিহিভ এখন “বিচ্ছিন্ন” হয়ে পড়েছে বলে, কর্মকর্তারা জানিয়েছেন। ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে রুশ বাহিনী এ পর্যন্ত ৭৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে তারা জানান।

এদিকে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে তারা বৃহস্পতিবার ১০টি রাশিয়ান যুদ্ধবিমানকে আঘাত করেছে এবং দুটি বড় অস্ত্রবাহী কনভয় ধ্বংস করেছে। রাশিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ইউক্রেনীয় সৈন্যরা সেখানে রাজধানীতে যাওয়ার প্রধান মহাসড়কের নিয়ন্ত্রণের জন্য ভয়ঙ্কর লড়াইয়ের বর্ণনা দিয়েছে এবং এএফপি সংবাদ সংস্থার সাংবাদিকরা কিয়েভর শহরের সীমানার বাইরে ভেলিকা ডাইমেরকাতে ক্ষেপণাস্ত্র হামলা দেখার কথা জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

Check Also

আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।