ভারতে পাচারের আগে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুটি স্বর্ণের বারসহ এক চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে আটক হওয়া চোরাচালানির নাম শাহারুল ইসলাম (২৫)। তিনি কলারোয়ার উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ আল- মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, মাদরা ক্যাম্পের টহলদল কলারোয়া সীমান্তের রাজাপুর পোড়া মাঠের মেহগুনি বাগানে অভিযান চালায়।
এসময় ২৪৯ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলামকে আটক করা হয়।
আটক স্বর্নের মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা।
আটককৃত আসামীকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
Check Also
তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন
তালা প্রতিনিধি তালার ইসলামকাটি ইউনিয়ন পরিষদে সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমানের ওপর সন্ত্রাসী রমজান আলী …