অভয়নগরে ৬০ বোতল ফেনসিডিলসহ আটক ২ মাদক কারবারি

স্টাফ রিপোর্টার, যশোর :

যশোর জেলার অভয়নগরে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। এর মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা।

আটককৃতরা হলেন, বেনাপোল এলাকার গাইকুর গ্রামের মোঃ আনছার আলী মোল্যার ছেলে আব্দুল জব্বার (৫০) ও একই থানার ভবেরবেড় এলাকার মোঃ হেমায়েত মোল্যার স্ত্রী মোছাঃ আবেনুর বেগম (৫০)।

২১ মার্চ সোমবার বেলা ১১.৫০ মিনিটের সময় নওয়াপাড়া বাজারের সরকারী খাদ্য গোডাউনের সামনে থেকে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল থেকে মাদকের একটি চালান মোটর সাইকেল যোগে নওয়াপাড়া এসে পৌছেছে। এ সময় অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডলেরর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ফেনসিডিলসহ মোটর সাইকেল চালক আব্দুল জব্বার ও মোছাঃ আবেনুর বেগমকে আটক করা হয়।

তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া। এ ব্যাপারে অভয়নগর থানার তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল বলেন, সোর্স মারফত জানতে পারি বেনাপোল থেকে ফেনসিডিলের চালান নওয়াপাড়ায় আসছে জানতে পারি। তাদের ধরতে নওয়াপাড়া নুরবাগ বাসস্ট্যান্ড এলাকায় হতে ধাওয়া করা হয়। পরে তাদের নওয়াপাড়া বাজার সরকারী খাদ্য গোডাউনের সামনে থেকে আটক করা হয়।

এ সময় মহিলার দেহ তল্লাশী করে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃত মহিলা মোছাঃ আবেনুর বেগমের বিরুদ্ধে মাদক আইনে আরো দুইটি মামলা রয়েছে। তাদেরকে আজ যশোর জেল হাজতে প্রেরণ করা হবে।

Check Also

১১—২৫ এপ্রিল সাতক্ষীরা জামায়াতের গণসংযোগ ইসলামের সুমহান দাওয়াত প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার আহবান

মুজাহিদুল ইসলাম, ক্রাইমবাতা রিপোট: পাড়া—প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়—স্বজনসহ ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।