বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিক্রিয়ায় রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা. দেলোয়ার হোসেন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার সকালে বিক্ষোভ মিছিলটি রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী কামাল হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শুরা সদস্য এস এম আহসান উল্লাহ, কামরুল আহসান হাসান, মতিউর রহমান, মোতাছিম বিল্লাহসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মুহা. দেলোয়ার হোসেন বলেন, দেশের জনগণ লক্ষ্য করেছে বর্তমান ক্ষমতাসীন সরকার জামায়াতে ইসলামীর মত একটি দেশপ্রেমিক আদর্শিক সংগঠনকে নেতৃত্ব শূন্য করা। দেশের মানুষ এখন পরিস্কারভাবে তা বুঝে গেছে। এটা দেশের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। তিনি বলেন, জামায়াত নেতা কর্মীদের গ্রেফতার, মামলা, ফাঁসি দিয়ে, হত্যা করে এই আদর্শবাদী সংগঠনকে শেষ করা যাবে না। আজ সেই একই পদ্ধতিতে সরকার সাতক্ষীরার গণমানুষের নেতা সাবেক সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ আব্দুল খালেককে হত্যার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।
দেলোয়ার হোসেন আরও বলেন, আমরা ক্ষমতাসীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে এইসব মিথ্যা প্রহসনের মামলা প্রত্যাহার করে অধ্যক্ষ আব্দুল খালেক, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, এটিএম আজহারুল ইসলামসহ সকল নিরাপরাধ রাজবন্দী জামায়াত নেতৃবৃন্দের মুক্তি প্রদান করুন। সেইসাথে দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়ে সকল প্রকার অন্যায় কর্মকান্ড বন্ধ করুন অন্যথায় দেশের জনগণ আপনাদেরকে চ‚ড়ান্তভাবে বিদায় করতে রাজপথে নেমে আসবে। দেশপ্রেমিক জনগণ এই জুলুমের অবসান ঘটিয়েই ঘরে ফিরবে ইনশাআল্লাহ।
এদিকে সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর, অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক মন্ডলের বিরুদ্ধে ন্যায়ভ্রষ্ট রায়ের প্রতিক্রিয়ায় সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখা ।
সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলীর নেতৃত্বে আজ বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি শহরের ৫ নং ওয়ার্ডএলাকায় চালতে তলা মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী বলেন,সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডলের বিরুদ্ধে আনীত সরকারের অভিযোগের সাথে তাঁর ন্য‚নতম সংশ্লিষ্টতাও নেই। অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডল সাতক্ষীরা অঞ্চলের একজন অবিসংবাদিত নেতা। তিনি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি বিপুল ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। ছাত্র জীবনের সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অর্জন করেন। কারাগারের বন্দী জীবনে তিনি কুরআন হিফজ করেন। সাতক্ষীরার মানুষ তাঁকে প্রাণ দিয়ে ভালোবাসে। সরকার তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ও রাজনৈতিকভাবে মোকাবেলায় ব্যর্থ হয়ে ফাঁসিতে ঝুলিয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে। সরকার পক্ষ আদালতে তাঁর বিরুদ্ধে গঠিত অভিযোগের পক্ষে যেসব ডকুমেন্ট দাখিল করেছেন তা সত্য নয়। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা। সরকার তাঁর বিরুদ্ধে কল্পকাহিনী তৈরি করে, মিথ্যা সাক্ষ্য দেওয়ায়ে সাজানো মামলায় তাঁকে মৃত্যুদন্ডে দন্ডিত করার ব্যবস্থা করেছে। আমরা অধ্যক্ষ মাওলানা আবদুল খালেক মন্ডলকে হত্যার সরকারি ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার জন্য আহবান জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি।