বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে, নিহত ১

খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মৎস্য ঘেরে উল্টেপড়ে মনোয়ারা বেগম (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। বুধবার (৩০ মার্চ) রাত ৭টার দিকে খুলনা থেকে পিরোজপুরগামী বাসটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বারাকপুর এলাকার বেইলি ব্রিজের নিকট দুর্ঘটনা কবলিত হলে এ হতাহতের ঘটনা
ঘটে। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত ৩ জনকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা করেছে। নিহত মনোয়ারা বেগম পিরোজপুর জেলার মৃত হাবিবুর রহমান এর স্ত্রী।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক গোলাম সরোয়ার বলেন, সড়ক দুর্ঘটনায় মনোয়ারা বেগম নামের একজন মারা গেছে। এছাড়া দূর্ঘটনা কবলিত বাসের মধ্যে থেকে তিনজন যাত্রীকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত প্রায় ১৫ যাত্রী নিজেরাই বাসের মধ্যে থেকে বের হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েছেন। দুইজন ফায়ার ফাইটার বাসের ভিতরে প্রবেশ করে তল্লাশী করেছেন। তারা জানিয়েছেন আমাদের দেখামতে বাসের মধ্যে কোনো যাত্রী নেই। হাইওয়ে পুলিশের উদ্ধারকারী টিম তাদের রেকার দিয়ে বাসটি উঠিয়ে পুনরায় তল্লাশী করার কাজ চলছে।

Check Also

যশোরে বাসের ধাক্কায় বাবা-মেয়ে নিহত, গাড়িতে জনগণের আগুন

যশোরের পুলেরহাট বাজারে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।