হুসাইন বিন আফতাব, নিজস্ব প্রতিবেদক: পারিবারিক কোলাহলের জের ধরেদুই যুবক আত্নহত্যা করেছে ৷জানাগেছে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালক্ষী গ্রামের ফেদ্দাউস সানার ছেলে সোহেল (২০) ১ এপ্রিল সকাল ১১ টার দিকে ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ৷ একই ইউনিয়নের ছোটকুপট গ্রামের মিজান মোড়লের ছেলে সজিব (১৯) ১ এপ্রিল শুক্রবার ২ টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে ৷ আলাদা আলাদা ভাবে দুজনকেই শ্যামনগর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তাররা তাদের মৃত্যু ঘোষণা করেন ৷শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৷
Check Also
ডিসেম্বরের ২১ দিনে রেমিট্যান্স এল ২ বিলিয়ন ডলার
চলতি ডিসেম্বর মাসের প্রথম ২১ দিনে দেশে বৈধ পথে ২০০ কোটি মার্কিন (২ বিলিয়ন) ডলারের …