মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক এবং শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়াকে শেখ রাসেল হলের মধ্যে লাঞ্ছিত করার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকগণ মানববন্ধন করেছেন।
সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে প্রায় শতাধিক শিক্ষকবৃন্দের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষকগণ হল প্রভোস্ট মোঃ ফায়েকুজ্জামান মিয়ার সাথে অশোভন আচরণের তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, গত ৫ এপ্রিল (মঙ্গলবার) শেখ রাসেল হলের সিট বরাদ্দ নিয়ে ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর গ্রুপ কর্তৃক হল প্রভোস্টের সাথে অশোভন আচরণের ঘটনা ঘটে এবং পরবর্তীতে বিজয় দিবস হলে ভাঙচুরের ফলে মধ্যরাতে জাহাঙ্গীর গ্রুপের সাথে হলের সাধারণ শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।