রাশিয়ার ‘আলোচিত যুদ্ধজাহা

রাশিয়া ইউক্রেনে হামলা করার পরদিনেই ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে রাশিয়ার নৌবাহিনী হামলা করে।

স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল মোস্কভা নামের একটি যুদ্ধ জাহাজ। তারা সেখানে গিয়ে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের অনুরোধ করেন।

কিন্তু ওই ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ না করে রুশ যুদ্ধাজাহাজ মোস্কভার নাবিকদের গালাগাল দেয়। ওই সময় রুশ কমান্ডারকে উদ্দেশ্য করে একজন সেনা বলে, গো ফা** ইউরসেলফ।

খবর বের হয় গালাগাল দেওয়ায় সেই ইউক্রেনীয় সেনাদের মেরে ফেলেছে রুশ বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা যায় সেই ইউক্রেনীয় সেনাদের আটক করে রাশিয়ার নৌ সেনারা।

যেই জাহাজ নিয়ে রাশিয়া ইউক্রেনের স্ন্যাক আইল্যান্ডে হামলা করতে গিয়েছিল সেই জাহাজটি ইউক্রেনের সেনারা ধ্বংস করে দিয়েছে।

এমন খবরই জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কৃষ্ঞ সাগরে অবস্থিত ‘আলোচিত মোস্কভা’ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তারা এটি ধ্বংস করে দিয়েছে।

তবে রাশিয়ার পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, জাহাজে থাকা অস্ত্রভান্ডারে আগুন লাগে। সেই আগুনের কারণে জাহাজে থাকা অস্ত্র বিস্ফোরিত হয়। যার কারণে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই জাহাজটিতে থাকা সকল  নাবিক ও সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে।

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধ জাহাজটিতে ১৬টি জাহাজ বিধ্বংসী ‘ভুলকান’ ক্ষেপণাস্ত্র ছিল। যেগুলো ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

জানা গেছে, ১২ হাজার ৫০০ টন ওজনের জাহাজটিতে ৫১০ জন মানুষ ছিল।

সূত্র: দ্য গার্ডিয়ান

Check Also

আশাশুনিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক,আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।