খালিদ হাসান, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে বারাশিয়া এলাকায় ফরিদা বেগম(৫৫)কে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১৭ই এপ্রিল) সকালে ওই নারীর ঘরে তালা দেওয়া দেখে স্থানীয়রা তালা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, ঘরের ভেতর ওই নারীর মুখে গামছা বাঁধা ও শরীরের ওপর তিনটি বালিশ চাপা দেওয়া অবস্থায় মৃতদেহ পাওয়া গেছে। প্রাথমিক ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে কী কারণে ওই নারীকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এলাকাবাসী জানায়, ওই নারীকে শুক্রবার রাতে সর্বশেষ দেখা গেছে। এরপর তাঁকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাতে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে পালিয়ে গেছে। তিনি বাড়িতে একাই থাকতেন।
নিহত ফরিদা বেগম মৃত সরদার রবিউল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে পুলিশ জানায়।
ফকিরহাট মডেল থানার ওসি মু. আলিমুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যু বা হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।’