তীব্র তাপ প্রবাহে পুড়ছে অভয়নগর

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

কাঠফাটা রোদ্দুর, দুপুরে ফাঁকা মাঠে তাকালে মনে হচ্ছে আগুনের ফুলকিতে পুড়ছে মাটি, গরম আজ চরমে,পুকুরে পানি নেই, টিউবওয়েলে পানি পড়ছে না এমন পরিস্থিতিতে দিনাতিপাত করছে অভয়নগরসহ পুরো যশোর জেলা। বোরো মৌসুমের ধান কাটা চলছে। তীব্র তাপপ্রবাহের প্রভাবে তৈরি হয়েছে এমন পরিস্থিতির। রাস্তা ফাঁকা, জনজীবন যেন ঘরবন্দী প্রায়। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যেতে চাইছে না মানুষ। তারপর রমযান মাস, রোজা রেখেই চাষিরা করছে বোরোধান সংগ্রহের কাজ। বিপর্যস্ত প্রাণীকুল, নিঃশ্বাসের সাথে মনে হচ্ছে আগুন প্রবেশ করছে দেহে। এইরূপ পরিস্থিতি জনজীবনে ভয়ংকর অবস্থার সৃষ্টি করেছে।

২৫ এপ্রিল ২০২২ সোমবার যশোর, রাজশাহী, পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ বইছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রংপুর, দিনাজপুর, নিলফামারী ও পটুয়াখালী জেলাসহ ঢাকা বিভাগ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে ।
পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ বাতাসের গতি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃ মিঃ। আগামী তিন দিন বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির প্রবনতা রয়েছে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।