“লাইলাতুল ক্বদর”

“লাইলাতুল ক্বদর”
লাইলাতুল ক্বদর অর্থ মহিমান্বিত রাত, মহাসম্মানিত রাত। রাসুল (সাঃ) বলেছেন, রামাদানের শেষ দশকে লাইলাতুল-কদর অন্বেষণ কর। (বুখারী- ২০২১)
অন্য বর্ণনায় হুজুর (সঃ) বলেছেন, রমযান মাসের শেষ দশকের বিজোড় রাত গুলিতে শবেক্বদর অনুসন্ধান কর। (বুখারী ২০১৭)

এ রাত্রে কুরআন নাযিল হয়েছে তাই লাইলাতুল ক্বদর এতো মহিমান্বিত।
আল্লাহ তায়ালা বলেনঃ
إِنَّآ أَنزَلْنٰهُ فِى لَيْلَةِ الْقَدْرِ
আল্লাহ তায়ালা বলেনঃ
فِيْهَا يُفْرَقُ كُلُّ امْرٍحَىِىيْمٍ
এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়। (সুরা দুখান- ৪)
এই রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি।
আল্লাহ তায়ালা বলেনঃ
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

বরকতময় এ রাত সম্পর্কে আল্লাহ তায়ালা বলেনঃ
إِنَّآ أَنزَلْنٰهُ فِى لَيْلَةٍ مُّبٰرَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
আমি ইহা অবতীর্ণ করেছি এক মুবারাক রাতে, আমিতো সতর্ককারী। (সরা দুখান- ৩)

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।