ক্রাইমবাতা রিপোট: নোয়াখালীর সদর উপজেলায় একটি প্রাইভেট স্কুলে জামায়াতের টিসি চলাকালে নোয়াখালী জামায়াতের আমীর সেক্রেটারীসহ ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা শহর মাইজদি সংলগ্ন আল-ফারুক একাডেমীর দ্বিতীয় তলা থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে জেলার বিভিন্ন উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা সুধারাম থানা এলাকার মাইজদি আল ফারুক একাডেমীতে সরকারবিরোধী গোপন বৈঠক করার জন্য একত্রিত হয়। বৈঠক চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও সুধারাম থানার ওসি আল ফারুক একাডেমীতে অভিযান চালিয়ে ৪৫ জন জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীকে গ্রেপ্তার করে।
এ সময় আটকৃতদের কাছে থাকা ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বইও উদ্ধার করা হয় বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
দলটির একটি সূত্র জানায়, এটি জামায়াতের কুরআন ক্লাস ছিল। শুরুতে কুরআনের অনুশিলন চলছিল। এসময় পুলিশ এসে তাদেরকে আটক করে।