আবু সাইদ, সাতক্ষীরা: শ্যামনগর উপজেলা সদরে পল্লী প্রাইভেট হাসপাতাল নামে একটি বেসরকারী হাসপাতালে অবৈধ গর্ভপাতের ঘটনায় মা ও শিশু কন্যা সহ দুজনেরই করুণ মৃত্যুর ঘটনায় শ্যামনগর থানায় পল্লি প্রাইভেট হাসপাতালে পরিচালক শেখ আহছান হাবিব ও হারুন সহ ১০ জনকে আসামি করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে গতকাল ভ্রুম হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮। অদক্ষ্য নার্স ও হাতুড়ে ডাক্তার দিয়ে গর্ভপাত করাতে গিয়ে প্রসূতি মা ছামিরন খাতুন (৩২) ও সাত মাসের একটি শিশুর মৃত্যু হয়েছে।ক্লিনিক মালিক আহছান ও হারুন বিভিন্ন ধরনের প্রলোভনে দেখিয়ে নিহত গৃহবধুর মাতা হালিমা বেগম ও তার আত্মীয় স্বজনদের ম্যানেজ করে অতি গোপনীয় ভাবে দাফন সম্পন্ন করেন। পরে শ্যামনগর থানা পুলিশ জানতে পেরে কবর থেকে মা ও শিশু কন্যার লাশ উত্তোলন করে সাতক্ষীরা মর্গে পাঠিয়ে পোস্টমটাম সম্পন্ন করেছেন।
যুবলীগ নেতা পরিচয়ে শ্যামনগরের হায়বাতপুর গ্রামের শেখ মেহের আলীর পুত্র শেখ আহসান হাবিব ও মাজাট গ্রামের আনসার আলীর পুত্র হারুন-অর-রশিদ দীর্ঘদিন লাইসেন্সবিহীন অবৈধভাবে উক্ত ক্লিনিকটি পরিচালনা করে আসছিলো। বিশ্বস্তসুত্রে যানা যায় শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ ইউনিয়নের পার্শ্বেখালি গ্রামের জাহাঙ্গীর শিকারীর স্ত্রী সামিরন খাতুন ( ৩২ ) একটি দালাল চক্রের মাধ্যমে গত ১৩ মে দুপুরে ১ টার দিকে শ্যামনগর পল্লি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। নিহত ছামিরনের মা হালিমা বেগম জানান দুপুর ২ টার দিকে একটি অপরিচ্ছন্ন পরিত্যাক্ত রুমের ভিতরে আমার মেয়ে ছামিরনকে নিয়ে যায় অবৈধ গর্ভপাতের জন্য। কিছুক্ষণের মধ্যে শিশু কন্যাকে গর্ভপাত হওয়ার পরে প্রচুর ব্লীডিং হওয়ায় আমার মেয়ে ও তার ৭ মাসের শিশু কন্য সাথে সাথে মারা যায়।এ ধরনের ঘটনা শ্যামনগরে প্রতিনিয়ত বিভিন্ন ক্লিনিকে ঘটছে। মা ও শিশুটি নিহত হওয়ার পরে নিহত সামিরন খাতুনের স্বামী জাহাঙ্গীর বাদী হয়ে ১৫ মে শ্যামনগর থানায় মামলা দায়ের করেছেন। মামলা নাম্বার ২৮। মামলা হওয়ার আগে থেকে ক্লিনিক মালিক আহসান ও হারুন গা ঢাকা দিয়েছে। যুবলীগ নেতা পরিচয়দানকারী অবৈধ ক্লিনিক ব্যবসায়ী আহসান ও হারুনের গ্রেপ্তার দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন স্বজন ও এলাকাবাসী। এ ঘটনায় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শামনগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত ) ভারপ্রাপ্ত মোহাম্মদ সানোয়ার হোসেন বলেন অবৈধ গর্ভপাতের ঘটনায় ক্লিনিকের মালিক সহ ১৫ মে ১০ জনের বিরুদ্ধে একটি ভ্রুম হত্যা মামলা দায়ের হয়েছে মামলা নাম্বার ২৮।
Check Also
আশাশুনি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সভাপতি-অধ্যাপক শাহজাহান,সেক্রেটারী বোরহান উদ্দীন মনোনীত এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আশাশুনি উপজেলার দ্বি-বার্ষিক …