চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৪৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। সোমবার (১৬ মে) রাতে নগরীর টেরিবাজার এলাকার ‘আল বয়ান’ নামে একটি রেস্তোরাঁ থেকে তাদের আটক করে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা রেস্তোরাঁয় বসে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত ১০টায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
দুপুর সাড়ে ১২টায় কোতোয়ালি থানায় এক সংবাদ সম্মেলনে সিএমপি’র দক্ষিণ জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, আটকদের মধ্যে কোতোয়ালি থানার জামায়াত আমীর ফরিদ আলমসহ জামায়াত-শিবিরের থানা পর্যায়ের শীর্ষ নেতা রয়েছেন।মনসুর নামে এক অর্থ জোগানদাতাকেও আটক করা হয়েছে। ৭-৮ জনের দলীয় পরিচয় পাওয়া গেছে। তারা বিভিন্ন পদে আছেন। আটককৃতদের বিরুদ্ধে আগের কোনও মামলা কিংবা অভিযোগ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।