অভয়নগরের প্রেমবাগে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সব্যসাচী বিশ্বাস (অভয়নগর) যশোর:

যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়ন পরিষদে নারীর প্রতি সহিংসতা প্রতিহতকরণ আইন, শিশু আইন, বাল্য বিবাহ প্রতিরোধ এবং পর্ণগ্রাফি বন্ধে ইউনিয়ন পর্যায়ে এলাকার সকল শ্রেণি পেশার ব্যক্তিদের নিয়ে এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্য্যালয়ের বাস্তবায়নে এবং অভয়নগর উপজেলা পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশলা অনুষ্ঠিত হয়।

৮ জুন ২০২২ বুধবার প্রেমবাগ ইউনিয়ন পরিষদ সভাকক্ষে সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালা উপজেলার নির্বাহী অফিসার মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি ডাঃ মিনারা পারভিন, প্রেমবাগ ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি সৈয়দ আঃ হাকিম, ইউপি চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন, নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয় প্রমূখ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসেন, আঃ সাত্তার, নওয়াপাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা জিএম মনি, এম,আর কম্পিউটারের পরিচালক ডাঃ মিজানুর রহমান সহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের জনপ্রতিনিধি, ইমাম, বিবাহ রেজিষ্টার, শিক্ষক সহ সচেতন মহল। অনুষ্ঠানে সঞ্চলনা ও প্রশিক্ষন প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল।

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।