দেবহাটার শশাডাঙ্গা দাখিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

এ বি সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা):-শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা ২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯জুন) সকাল ১১টায় মাদ্রসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোঃ আসাদুল হক। তিনি বক্তব্যে বলেন, এ মাদ্রাসা বরাবর ভাল ফলাফল করে আসছে। আমরা তোমাদের কাছ থেকে আরো ভাল ফলাফল আশা করি। তোমরা আমাদেরকে ভাল ফলাফল উপহার দিলে মাদ্রাসার উন্নয়নে কাজ করার আগ্রহ আমাদের বাড়বে। শিক্ষা জীবন হেলায় কাটিয়ে দিলে তা আর ফিরে আসবে না। সরকার মাদ্রাসা শিক্ষাসহ ইসলামী শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষায় শিক্ষিত হয়ে প্রতিষ্ঠা লাভ করলে সকলের কাছে প্রিয় পাত্র হবে। তাই পড়া লেখার প্রতি মনযোগী হও।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১নং কুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জাহিদুর রহমান (জুয়েল), আরো উপস্থিত ছিলেন,আসাদুজ্জামান আসাদ,,বিশিষ্ট সমাজসেবক,আলহাজ্ব কওছার আলী বিশ্বাস,সালাউদ্দীন আহমেদ, মিজানুর রহমান, সামছুল রহমান বিশ্বাস,আবু সাঈদ, প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, সাহিদুর রহমান সুপার (ভারপ্রাপ্ত) শশাডাঙ্গা দাখিল মাদ্রাসা।

সভাপতিত্ব করেন শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার নব নির্বাচিত সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম।

বিদায় অনুষ্ঠানে এস এস সি পরীক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন হালিমা তুস (সাদিয়া),বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন শেখ আয়ুব হাসান, নাতে রাসুল পরিবেশন করেন নবম শ্রেণীর ছাত্র তামিম ইকবাল ।অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্র আঃ রহমান।মোট পরিক্ষার্থী সংখ্যা ২১ জন।

Please follow and like us:

Check Also

দেবহাটায় কিশোরী প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা বিষয়ক ক্যাম্পেইন  

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সেবা কর্মসূচি বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।