মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় জনতা (বিজেপি) দুই নেতা নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। বৃহষ্পতিবার দুপুর ১টার দিকে শহরের জজ কোট সংলগ্ন এলাকা থেকে মিছিল বের হয়ে সংগ্রাম হাসপাতালের সামনে যেয়ে মেষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার সময় সাতক্ষীরা জজ কোটের উত্তর গেইট সংলগ্ন সড়ক থেকে একটি মিছিল বের হয়ে সংগ্রাম হাসপাতালের সামনে যেয়ে শেষ হয়। মিছিলে কয়েকশ জামায়াত শিবির কমী অংশ নেয়। মিছিলটির নের্তৃত্ব দেন সাতক্ষীরা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুস সুবহান। প্রেসবিজ্ঞপ্তি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …