শ্যামনগরে ডাম্পার দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু।

আবু জাফর সিদ্দিক,,,শ্যামনগর উপজেলা ,প্রতিনিধি:-

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে মাটি বহনের কাজে ব্যবহৃত ডাম্পার ট্রাক্টর খাদে পড়ে নাজমুল হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কৈখালী ইউনিয়নের জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল একই গ্রামের মৃত আব্দুল জব্বার মোল্লার বড় ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী রাশিদুল ইসলাম ও আবদুস সালাম জানান, নাজমুল নিজে ওই ডাম্পারের মালিক হলেও অনিয়মিত চালক ছিলেন। তার মালিকানাধীন অপর একটি স্কেভেটর অচল অবস্থায় পড়ে থাকায় তা উদ্ধার করার জন্য রওনা হয়ে জাদা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছে রাস্তা ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ডাম্পার ট্রাক্টরটি। এতে ঘটনাস্থলেই নাজমুলের মৃত্যু হয়। দীর্ঘ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় ইউপি সদস্য শাহানুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

Check Also

৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে নলতা ইউনিয়ন জামায়াতের যুব বিভাগ কর্তৃক আয়োজিত আট দলীয় ক্রিকেট টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত।

মোঃ হারুন উর রশীদ, কালিগঞ্জ। ৫৪তম মহান বিজয় দিবস উপলক্ষে ২০ ই ডিসেম্বর (২০২৪) তারিখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।