আবু সাইদ বিশ্বাস: ভারতে মহানবী হজরত মুহাম্মদ (স)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জুমার নামাজের পর সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বিক্ষোভ মিছিল করেছে ইসলাম প্রিয় জনগণ। বিক্ষোভ কর্মসুচির আয়োজন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা। এ কর্মসূচি কেন্দ্র করে শহরের বিভিন্ন মোড়ে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয় পুলিশের পক্ষ থেকে।
শুক্রবার জুম্মার নামাজ শেষে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ইসলাম প্রিয় সবস্তরের মানুষের ঢল নামে। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের অংশ গহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নিউমার্কে হয়ে খুলনা রোড মোড় হয়ে নারকেলতলা পরে আবারও আব্দুর রাজ্জাক পাকে এসে শেষ হয়।
ভারতের ক্ষমতাসীন দলের দুই শীর্ষনেতার মহানবী (সা.) ও হযরত আয়েশা (রা.)কে নিয়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এবং অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার দাবীতে সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মিছিল পূব সমাবেশে বক্তরা বলেছেন, সম্প্রতি ভারতে উগ্রবাদী অপতৎপরতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। তারা এখন দেশটিতে ইসলাম ও মুসলিম শাসকদের গৌরবময় ঐতিহ্যকে বিশেষভাবে টার্গেট করেছে। সে ধারাবাহিকতায় ক্ষমতাসীন বিজেপির দুই মুখপাত্র বিশ্বনবী (সা.) ও উম্মুল মোমেমিন হযরত আয়েশা (রা.)কে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। তিনি অবিলম্বে কুরুচিপূর্ণ মন্তব্যের জন্য সরকারকে মুসলিম উম্মাহর কাছে ক্ষমা প্রার্থনার আহবান জানান। অন্যথায় মুসলিম বিশ্ব দেশটির সাথে সকল সম্পর্ক ছিন্ন করবে।
বক্তরা আরো বলেন, ভারতের ধর্মান্ধ ও উগ্রবাদীরা মূলত ইসলাম বিরোধিতা ও মুসলিম বিদ্বেষকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। মূলত, ভারতের রাজনীতিতে উগ্রবাদীদের উত্থান পুরো উপমহাদেশকেই অস্থিতিশীল করে তুলেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে প্রমাণ হয় দেশটির উগ্রবাাদীরা পরিকিল্পতভাবেই মুসলিম বিদ্বেষ উস্কে দিয়ে আগামীতে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। কিন্তু এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। কারণ, এই ইস্যুতে পুরো মুসলিম উম্মাহই এখন ঐক্যবদ্ধ। তাই এবারের খেলা তাদের জন্যই বুমেরাং হতে বাধ্য। তিনি ভারতে মুসলিম বিদ্বেষ মোকাবেলায় ওআইসি, আবরলীগসহ বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।