প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা নরেন্দ্র মোদির

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, ঈদের আগের দিন শনিবার এই শুভেচ্ছা বার্তা পাঠান ভারতের সরকার প্রধান।

শুভেচ্ছা বার্তায় মোদি বলেছেন, আমাদের জনগণের এগিয়ে যাওয়ার এই সময়ে, এই উৎসব আমাদেরকে ত্যাগ ও সুখ-দুঃখ বিনিময়ের মূল্যবোধকে স্মরণ করিয়ে দিচ্ছে। বিশেষ করে, আমাদের সমাজের কম সৌভাগ্যবান সদস্যদের সঙ্গে, যাদের স্বার্থই আমাদের দুজনের এবং আমাদের সরকারের অগ্রাধিকার।

প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত ও বাংলাদেশের সহযোগিতা ও অংশীদারিত্বকে আরও বেগবান করতে আমাদের যে অঙ্গীকার, ক্রমবর্ধমান জটিল ও চ্যালেঞ্জিং আন্তর্জাতিক পরিবেশের মধ্যেও সেই অঙ্গীকারের মধ্য দিয়ে আমাদের জনগণের জন্য সমন্বিত অগ্রগতির ধারা আমরা চলমান রাখতে পারি।

আসছে সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে যাবেন, এসব বিষয় নিয়ে তখন বিশদ আলোচনার আগ্রহের কথা শুভেচ্ছা বার্তায় জানিয়েছেন মোদি।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।