কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রতনপুর ইউনিয়ন পরিষদে মৎস্য চাষীদের সাথে মতবিনিময় ও মাটি ও পানি পরীক্ষা।
কালিগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে ২৫ জুলাই সোমবার সকাল ১১টায় রতনপুর ইউনিয়ন পরিষদ এর হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২২ উদযাপন কমিটির আয়েজেনে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ও মৎস্য চাষীদের ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। মতবিনিময় সভায়, রতনপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এর সভাপতিত্বে মৎস্য চাষী এবং মৎস্যজীবিদের মাথে মতবিনিম ও কর্মশালার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা,
একই দিন রতনপুর ইউনিয়ন পরিষদের আঙিনায় চিংড়ি চাষীদের মাটি পানি পরীক্ষা করা হয় এবং পরামর্শ সেবা প্রদান করা হয়। কার্যক্রম চালাকালীন রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলীম আল রাজী টোকন সার্বক্ষনিক উপস্থিত ছিলেন। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আজ চতুর্থ দিনে কর্মসূচির মধ্যে ছিল কালিগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার এবং ইছামতি কালিন্দী ও কাকশিয়ালি নদীতে চিংড়ি মাছে পুশ বিরোধী অভিযান, ও অবৈধ জালের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা।