পারিবারিক কলহের জেরে সাতক্ষীরায় গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি:

তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের গাবতলা গ্রামে কিটনাশক পান করে দুই সন্তানের জননী মৌসুমি (৪৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ই আগষ্ট দুপুর ১ টার দিকে এঘটনা ঘটে। সে গাবতলা গ্রামের ডাব ব্যবসায়ী রুস্তম আলির স্ত্রী। খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী সূত্র জানাযায়, পারিবারিক কলহের জেরে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। তার স্বামী রুস্তম আলির আয়-উপার্জনের টাকা জুয়া খেলে নষ্ট করে। এ কারণে সংসারে অভাব-অনটন লেগে থাকে। এসব বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রী মৌসুমি কিটনাশক পান করে আত্মহত্যা করে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ কাঞ্চণ কুমার রায় বলেন, থানার ডিউটি অফিসারকে ঘটনাস্থলে পাঠিয়েছি।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার এ এস আই নারায়ণ চন্দ্র জানান, খবর পেয়ে আত্মহত্যাকারীর বাড়িতে এসেছি। লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করেছি। এখন পর্যন্ত তার স্বামী রুস্তম আলি পলাতক আছে।

Check Also

সাতক্ষীরা সীমান্ত থেকে ১০ বোতল ভারতীয় মদ জব্দ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ভারতীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।