কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন।

আব্দুস ছাত্তার কালিগজ্ঞ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে পালিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার সকাল ১১ টায় বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে কালিগঞ্জ কার্যালয় থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক রেলিতে উপস্থিত ছিলেন এবং বঙ্গবন্ধু মুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কেন্দ্রীয় নারী নেত্রী মাসুদা খানম মৃধা, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সি, সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান, ওসি (তদন্ত) শফিকুল ইসলাম, সহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাড়ে এগারোটায় কালিগঞ্জ উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধু মুরালে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ করেন সংসদ সদস্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার আ হ মো রুহুল হক সংসদ সদস্য ও জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এস এম জগলুল হায়দার কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানা অফিসার ইনচার্জ হালিমুর রহমান, পুলিশ পরিদর্শক ওসি ( তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ কালিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ কালিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ পল্লী বিদ্যুৎ সমিতির ভি জি এম, সহ কর্মকর্তা বৃন্দ। কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী ,কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা, বিভিন্ন এনজিও শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধু প্রতি শ্রদ্ধা জানিয়ে মুরালে শ্রদ্ধা নিবেদন করেন । পরে উপজেলা অডিটরিয়ামে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা যুব ঋণ বিতরণ, ক্যান্সার রোগীদের চিকিৎসার সহযোগিতা প্রদান ও সুন্দর হাতের লেখা, চিত্র অঙ্কন, রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের স্কুল কলেজ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ আলিমুর রহমান, বিশিষ্ট সাহিত্যিক গাজী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টি এইচ এ ডাক্তার শেখ তৈয়বুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট ইব্রাহিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম গোলাম ফারুক প্রমূখ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ২২ জনকে ১১ লক্ষ টাকা চেক প্রদান ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ১০ জন যুবক ও যুব মহিলা কে প্রত্যেকে 40 হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়। পরে উপজেলা জামে মসজিদে জাতির জনকসহ তার পরিবারের সকলের রূহের মাগফেরাত কামনা করে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলনের আয়োজনে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে সহকারে কালীগঞ্জ বঙ্গবন্ধু মুরালে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে, আলোচনা সভা দোয়া অনুষ্ঠান ও তাবারুক বিতরণ করা হয় অন্যদিকে কালীগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

২০২৫-২০২৬ সেশনের কালিগঞ্জ উপজেলা জামায়াতের ০৯টি ইউনিয়নের আমীরগণের শফথ গ্রহণ

ড. মিজান সাংবাদিক কালিগঞ্জ: আজ ২২ ডিসেম্বর বিকাল ০৪ টায় উপজেলা জামায়াত অফিসে ০৯ টি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।