কালিগঞ্জের নলতায় ন্যাশনাল ব্যাংকের উপশাখা শুভ উদ্বোধন করা হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল ব্যাংকের উপ শাখা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নলতা নতুন মার্কেটের দোতালায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড নলতা উপশাখা’র ইনচার্জ শেখ বায়েজীদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দীন আহমেদ। উদ্বোধনকালে বক্তব্যে তিনি বলেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকসেবায় ইতিমধ্যে দেশ ও বিদেশে ব্যাপক সমাদৃত হয়েছে। আমরা তৃণমূল পর্যায়ে প্রান্তিক কৃষকদের ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বেশি বেশি সেবা পৌছে দিতে চাই। নলতা উপশাখা পীর কেবলা’র পাদদেশে হওয়ায় গুরুত্ব আরও বেশি। কালিগঞ্জ উপজেলা এলাকায় ন্যাশনাল ব্যাংকের গ্রহনযোগ্যতা বাড়াতে ব্যাংকের কর্মী কর্মকর্তাদের আরও বেশি আন্তরিক হতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ন্যাশনাল ব্যাংকের খুলনার আঞ্চলিক প্রধান জালালউদ্দীন প্রমানিক, আঞ্চলিক অফিসের প্রিন্সিপ্যাল অফিসার আবতাবুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খুলনা শাখার ব্যাবস্থাপক বেলাল হোসেন, সাতক্ষীরা শাখার ব্যাবস্থাপক ইলিয়াস ইকবাল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নলতা আহ্ছানিয়া মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা এলাকার ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন ব্যাংকের কর্মী কর্মকর্তা ও সুধীবৃন্দ। অনুষ্ঠানের ফিতা কেটে ন্যাশনাল ব্যাংক নলতা উপ শাখার শুভ উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক মানব সম্পদ বিভাগের প্রধান এসিডিটি শেখ আক্তার উদ্দিন আহমেদ। পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

Check Also

সাতক্ষীরায় জামায়াত নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার ১০ বছর পর মামলা

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার সাদপুর দাখিল মাদ্রাসার সুপার ও কুশুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক আশরাফুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।