মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ৭৬ পাউন্ডের কেক কেটে বিশ^ শান্তির অগ্রদূত মাদার অব হিউম্যানেটি গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবির আহবানে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ১৯৪৭ সালে ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া নামক গ্রামে শস্য-শ্যামলা ছায়াঘেরা মনোরম পরিবেশে জন্মগ্রহণ করেন জননেত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে রেখে বাঙ্গালী জাতিকে মুক্তি দিতে উন্নয়ন ও গণতন্ত্র ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ ক্ষুধা, দারিদ্র, নিরক্ষরতা মুক্ত সুখী সমৃদ্ধশালী উন্নত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিরামহীন ভাবে কাজ করে যাচ্ছেন।
জননেত্রী শেখ হাসিনা শক্ত হাতে দল ও সরকারে সমান ভাবে সততার সাথে ধৈর্য্য শৌর্য বুদ্ধিমত্তা, সাহসিকতা দিয়ে দেশ পরিচালনা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিষ্ঠা, মনোবল ও পরিশ্রমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। অতুলনীয় তার মানবিক গুণাবলী। আমাদের সৌভাগ্য, এ জাতির সৌভাগ্য- আমরা এমন একজন নেতা পেয়েছি। মহান আল্লাহর কাছে জননেত্রী শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি।”
কেক কাটা, দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও “মা” ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন ও জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সীমা খাতুন প্রমুখ। এসময় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে জেলা বঙ্গবন্ধু পরিষদ, জেলা ছাত্রলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ ও জেলা মৎস্যজীবী লীগ কেক কেটে জন্মদিন পালন করে। এসময় উপস্থিত ছিলেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক মইনুল ইসলাম, যুবলীগ নেতা এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সাবিহা হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর শাহিন, সাধারণ সম্পাদক শেখ তৌহিদ হাসান, সহ-সভাপতি অধ্যক্ষ মো. জাহিরুল আলম, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার যুগ্ম আহবায়ক আলমগীর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, রোখসানা পারভীন, প্রচার সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, শ্রম সম্পাদক রাবেয়া পারভীন প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ। এসময় জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু।
সাতক্ষীরায় জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা’র সঞ্চালনায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমত আরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, রোখসানা পারভীন, রুমা রানী বরকান্দাজ, প্রচার সম্পাদক প্রভাষক সালেহা আক্তার, সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, শ্রম সম্পাদক রাবেয়া পারভীন, নির্বাহী সদস্য ফহিমা আক্তার, তৈয়েবা, রওনক, লিমা, মমতাজ, মনোয়ারা, আন্না প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির যৌথ উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন
মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় গণতন্ত্রের মানসকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা এঁর ৭৬তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিশু একাডেমির হলরুমে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা শিশু একাডেমির যৌথ আয়োজনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের কেক কাটেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র উপরিচালক (চলতি দায়িত্ব) এ.কে.এম শফিউল আযম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মুহদ বুলু, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা’র জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম।
রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অসহায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র আয়োজনে সদর উপজেলা মিলনায়তনে রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব প্রেসিডেন্ট রোটাঃ ফারহা দীবা খান সাথী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও স্কুল ব্যাগ এবং শিক্ষা উপকরণ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
ক্যাপশন : রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করছেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল গনি, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র ক্লাব সেক্রেটারী রোটাঃ মো. মশিউর রহমান বাবু, রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র এ্যাসিসটেন্ট গভর্ণর রোটাঃ এনছান বাহার বুলবুল, ইমিডিয়েট প্রেসিডেন্ট রোটাঃ শফিউল ইসলাম, রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ, রোটাঃ আশরাফুল করিম ধনি, রোটাঃ হাবিবুর রহমান হাবিব, রোটাঃ মাহমুদুল হক সাগর, রোটাঃ বিশ^জিৎ সাধু, রোটাঃ মাগফুর রহমান, রোটাঃ অধ্যাপক ভূধর সরকার, রোটা শেখ সহিদুর রহমান, রোটাঃ রেহেনা পারভীন মিনু, রোটাঃ মো. হাসিবুর রহমান রনি, রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটাঃ শহিদুর রহমান, রোটাঃ মো. কামরুজ্জামান রাসেল, রোটাঃ আক্তারুজ্জামান কাজল, রোটাঃ মাহফুজা সুলতানা রুবি, রোটাঃ অলিউল্লাহ, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ মো. নজরুল ইসলাম, রোটাঃ শামীমা পারভীন রতœা, রোটাঃ নাসিমা খাতুন, রোটাঃ মোস্তাফিজুর রহমান নাসিম, রোটাঃ মিজানুর রহমান, রোটাঃ শেখ কামরুজ্জামান, রোটাঃ মো. এবাদুল ইসলাম, রোটাঃ শিমুন শামস্, রোটাঃ আনিছুর রহমান, রোটাঃ মো. আসাকুর রহমান, রোটাঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক ও রোটাঃ নুরুল হক প্রমুখ। সাতক্ষীরার ১২ টি প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ্য কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসময় রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র সদস্য ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র রোটাঃ নুর মোহাম্মদ পাড়।