স্টাফ রিপোর্টার: আদালতের ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে মারধর, শ্লীললতাহানি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় এজহার করা হয়েছে। এজহার সূত্রে জানা যায়, পারকুখরালি গ্রামের সরো সানার ছেলে হাফিজুল ইসলাম, আব্দুস সালামের ছেলে মাসুম, হাফিজুল ইসলামের স্ত্রী তানিয়া, মৃত আবুল কাশেমের ছেলেল আব্দুস সালাম, বালিথা গ্রামের রবিউল ইসলাম, রবিউল ইসলামের স্ত্রী নাসরিন, জোড়দিয়া গ্রামের রাকেশস ৫/৭ জন ধারাল দাঁ , লোহার রড, শাল, জি আই পাইপ, হাতুরি, লাঠি নিয়ে মমিমনুদ্দিন সরদারের ছেলে নুরুল ইসলামের বাড়িতে গিয়ে হামলা চালায় এবং তার কাছে থাকা ৯০ হাজার টাকা ছিনিেেয় নেয়। এসময় নুরুল ইসলামের বোন হাসিনা (৪৫) , ভাই হাফিজুল ইসলাম ( ৪০ ) , তাই আমিরুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী সিমা বাঁধা দিতে গেলে তাদেরকেও বেধরক মারপিট করাসহ পরনের কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায় এবং গুরুত্বর জখম করে। এব্যাপারে সাতক্ষীরা সদর থানা পুলিশের আশু হস্তক্ষেপ কামনা করেন অসহায় পরিবারটি।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …