সাতক্ষীরা ইয়ুথ ক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

 ক্রাইমবাতা রিপোট,সাতক্ষীরা:
সাতক্ষীরা পৌর ইয়ুথ ক্লাবের উদ্যোগে জাকজমকপূর্ণ আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফুটবল প্রেমীদের ক্রীড়া উচ্ছ্বাসে ১৪ অক্টবর সাতক্ষীরা সদরের এল্লারচর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এ ফাইনাল খেলায় অংশ নেয় পৌর ৭নং ওয়ার্ড ফুটবল একাদশ বনাম ৬ নং ওয়ার্ড ফুটবল একাদশ। খেলায় ৭নং ওয়াড ফুটবল একাদশ ১ গোলে ৬ নং ওয়াড ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেন। নৈপূণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শত শত দর্শক। মাঠে উৎসব আমেজ বজায় রাখতে নিজেদের ক্রীড়া নৈপুন্য আকৃষ্ট করার চেষ্টা করেছেন খেলোয়াড়রা। কর্মব্যস্থতার মাঝে সাময়িক অবসর যাপনের জন্য প্রতিবছর এমন আয়োজনের দাবী খেলোয়াড় ও দর্শনার্থীদের। যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা।
ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা ওমর ফারুক। এসময় খোরশেদ আলম, জাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে ৯ সেপ্টেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন বেজুয়াডাঙ্গা মাঠে সাতক্ষীরা ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলাটির উদ্বোধন করেন সাতক্ষীরা ইয়ুথ ক্লাবের জেলা উপদেষ্টা আজিজুর রহমান।
এর আগে ২৬ আগষ্ট শুক্রবার দ্বিতীয় পর্যায়ের খেলাটি পৌরসভার ৬ নং ওয়াডে অবস্থি কুকরালি বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়। উত্তেজনা পূর্ণ ম্যাচটি সর্বশেষ ট্রাইব্রেকারের মধ্য দিয়ে শেষ হয়।
৫ আগষ্ট সাতক্ষীরা আমতলা মোড়ে অবস্থিত গণমুখি ক্লাব সংলগ্ন সাতক্ষীরা সরকারী বালক বিদ্যালয় মাঠে এই খেলাটির আনুষ্টানিক উদ্বোধন করেন সাতক্ষীরা ইয়ুথ ক্লাবের উপদেষ্টা ওমর ফারুক

Check Also

আশাশুনিতে জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত 

 এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি প্রতিনিধি।।ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক,আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।