হিন্দুদের অধীকার আদায়ে ২২ অক্টোবর সকাল সন্ধ্যা সাতক্ষীরায় গণঅনশন

ক্রাইমবাতা রিপোট: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২২ অক্টোবর সকাল সন্ধ্যা গণঅনশন সফল করতে সাতক্ষীরায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন, বিশ^নাথ ঘোষ।
স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এড. সোমনাথ ব্যানার্জী, সুধাংশু শেখর সরকার, এড.তারক মিত্র,নিত্যানন্দ আমিন, এড. কুন্ডু তপন, বিকাশ চন্দ্র দাশ, অরবিন্দু মন্ডল, নির্মল সরদার, থিওপিল গাজী, মিলন রায়, গণেশ সরকার, সুজন বিশ^াস প্রমুখ।
সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে ২২ অক্টোবর সকাল সন্ধ্যা গণঅনশনের কর্মসূচি গ্রহণ করেছে। সে অনুযায়ী বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা শনিবার সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সকাল সন্ধ্যা গণঅনশন করবে। উক্ত গণঅনশনের অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল। প্রেস বিজ্ঞপ্তি

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।