ডা. জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান

আলোচিত চিকিৎসক জাহাঙ্গীর কবিরের চেম্বারে অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে এ অভিযান শুরু হয়।

অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিসপ্রধান মো. আব্দুল জব্বার মণ্ডল অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।

তিনি অভিযানের বিষয়ে বলেন, জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ রয়েছে। অর্গানিক বিভিন্ন ফুড এখানে বিক্রি করা হয়, কিন্তু সেগুলো আমদানির সঠিক কাগজপত্র তারা দেখাতে পারেননি। এ ছাড়া ঘিসহ কয়েকটি পণ্যের উৎপাদন ও মেয়াদের তারিখ লেখা ছিল না। এসব বিষয়ে কাগজপত্র দেখাতে আগামীকাল সকালে তাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ডাকা হয়েছে।

উল্লেখ্য, ডা. জাহাঙ্গীর কবির একজন ফ্যামিলি মেডিসিন, ডায়াবেটিস, অ্যাজমা এবং শ্বাস-রোগ বিশেষজ্ঞ।

তিনি বর্তমানে ইন্টারন্যাশনাল প্রাইমারি কেয়ার রেসপিরেটরি গ্রুপ, বাংলাদেশের (আইপিসিআরজি) যুগ্ম সম্পাদক।

ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক জনপ্রিয় এ চিকিৎসক। ফেসবুক ও ইউটিউবে স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন পরামর্শসহ ভিডিও পোস্ট করেন তিনি।

Check Also

সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ 

শহর প্রতিনিধিঃ সাতক্ষীরায় ১২ দিন ব্যাপী ইংলিশ ল্যাংগুয়েজ টিচিং ট্রেইনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২১*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।