শ্যামনগরে ১৭টি ককটেল উদ্ধার

শ্যামনগর (সদর) প্রতিনিধি; সাতক্ষীরা র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ সদস্যরা গোপন সংবাদ পেয়ে পরিত্যক্ত অবস্থায় ১৭টি ককটেল উদ্ধার করেছে। গত রোববার রাত ৯টার দিকে র‌্যাব-৬, সিপিসি-১ কোম্পানী কমন্ডার মেজর মোঃ গালিব হোসেনের নেতৃত্বে সদস্যরা শ্যামনগর উপজেলার ভেটখালী বাজারে দিনমোহাম্মাদের নির্মাণাধীন দোকানের পাশ থেকে ককটেলগুলো উদ্ধার করে। তবে, এসময় কাউকে আটক করতে পারেনি র‌্যাব সদস্যরা।

র‌্যাব-৬ কোম্পানী কমন্ডার মেজর মো: গালিব হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তার মধ্যে লুকানো ককটেলগুলো উদ্ধার করে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় মামলা হয়েছে।

Check Also

সাতক্ষীরা থানার লকআপ থেকে ডা. জনির নিখোঁজের ঘটনায় সিআইডির তদন্ত প্রতিবেদন

মামলার অন্যতম স্বাক্ষী সাংবাদিক রঘুনাথ নিজস্ব প্রতিবেদক : সাত বছর আগে সাতক্ষীরা সদর থানা লকআপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।