দেবহাটায় গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু

দেবহাটা সংবাদদাতা: দেবহাটায় ডিউটিরত অবস্থায় ফারুক হোসেন (৩৮) নামের এক গ্রাম পুলিশের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কাজীমহল্যা গ্রামের মৃত মোজাম্মেলের ছেলে ও সখিপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এলাকাবাসী জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরপরই নির্বাচনী সহিংসতার জেরে বর্তমান জনপ্রতিনিধিদের সমর্থকদের সন্ত্রাসী হামলার শিকার হন গ্রাম পুলিশ ফারুক। সেখান থেকেই শারিরীক নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাছাড়া নির্বাচন কেন্দ্রিক প্রতিহিংসার জেরে গ্রাম পুলিশ হওয়া সত্ত্বেও ইউনিয়ন পরিষদের কিছু জনপ্রতিনিধি ফারুককে দিয়ে ইউনিয়ন পরিষদ ঝাড়ু দেয়ানো থেকে শুরু করে কাজের লোকের মতো ব্যবহার করে আসছিল। অসুস্থ থাকায় রাত্রিকালীন ডিউটিতে ফারুকের সাথে ইউনিয়ন পরিষদে তার স্ত্রীও থাকতো। সোমবার সন্ধ্যায় সস্ত্রীক বাড়ি থেকে বেরিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে রাত্রিকালীন ডিউটিতে যায় ফারুক। সকালে তার স্ত্রীর চেচামেচি শুনে স্থানীয়রা ছুটে গিয়ে ফারুককে মৃত অবস্থায় দেখতে পান। পরে দেবহাটা থানায় খবর দেয়া হলে পুলিশ সদস্যরা তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে মরদেহ উদ্ধারের পরপরই ময়নাতদন্ত ছাড়াই একটি মহল ফারুকের অস্বাভাবিক মৃত্যুকে ‘ব্রেইন স্ট্রোক’ বলে চালিয়ে দিতে নানা অপচেষ্টা শুরু করে বলে একাধিক সূত্রে জানা গেছে।
দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক তা নিশ্চিত হওয়ার জন্য লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট পেলে সেমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Check Also

সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ডের উদ্যোগে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামি সাতক্ষীরা শহর শখার ২ নং ওয়ার্ড (রাজারবাগান ও সরকারপাড়া ইউনিট) এর উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।