“গ্রামের মানুষের সাথে কমিউনিকেশন বৃদ্ধি ও গ্রামের মানুষের সুখ-দুঃখের কথা বলা” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নে অবস্থিত সামাজিক সংগঠন “দামারপোতা সমাজকল্যাণ পরিষদ” দীর্ঘ এক দশক পর নতুন কার্যকারী কমিটি গঠন করেছে। সংগঠনের উপদেষ্টা ও মুরুব্বীদের পরামর্শক্রমে এক ভার্সুয়ালি মিটিং এর মাধ্যমে এই কার্যকরী কমিটি ৩ বছর মেয়াদের জন্য ঘোষনা করা হয়। ইতিমধ্যে সংগঠনটি নতুন সদস্য সংগ্রহের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং নভেম্বর মাসব্যাপী সাধারণ সদস্য ও সিনিয়র সদস্য অন্তর্ভুক্তি করার আহবান করেছে। দীর্ঘ ১০ বছরের পুরাতন কমিটি বিলুপ্ত করে ২০২৩-২০২৫ সেশনের জন্য নতুন কমিটিতে যারা দায়িত্ব পালন করবেন, তাদের তালিকা নিম্নে প্রদত্ত হলো। ১. সভাপতি= মোঃ জাহিদুল ইসলাম, ২.সহ-সভাপতি=মোঃ হাফিজুল ইসলাম, ৩. সেক্রেটারী= মোঃ সাব্বির, ৪. সাংগঠনিক সম্পাদক= মোঃ মনিরুল ইসলাম, ৫. সমাজসেবা সম্পাদক= শাহাদাত হোসেন চঞ্চল, ৬. অর্থ-সম্পাদকঃ= মোঃ জিয়ারুল ইসলাম, ৭. প্রচার সম্পাদকঃ= মোঃ সাইফুর রহমান, ৮. পরিচালক/ আহবায়ক= সাইফুজ্জামান মিঠুন। এছাড়া কমিটিতে মনোনীত কয়েকজন সাধারণ সদস্যের অন্তর্ভুক্তি আছে।। সাতক্ষীরার চিত্র। Satkhirar chitro পেজের পক্ষ হতে নব নির্বাচিত কমিটির সকল সদস্য শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।। প্রেস বিজ্ঞপ্তিঃ
Check Also
ভারতে মাওবাদী অধ্যুষিত এলাকায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে বিস্ফোরণ : নিহত ৯
ভারতে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলায় নয়জন নিহত হয়েছে। মাওবাদী দমন …