আবু বক্কার সিদ্দিক দেবহাটা (সাতক্ষীরা) :-
দেবহাটার শশাডাঙ্গা দাখিল মাদ্রাসায় কিশোরীদের মাঝে স্যানিটারী ন্যাপকিন বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের বাস্তবায়নে এবং গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ও ওয়ার্ড ভিশন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় উপজেলার শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাও শাহিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি, শশাডাঙ্গা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ভীস্ম কুমার সরকার, সহকারী শিক্ষক (গণিত) উতপল মন্ডল, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রণজিৎ সরকার, সহকারী শিক্ষকা (আরবী) রজিফা খাতুন সহ সকল শিক্ষক -শিক্ষকাবৃন্দ, বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের বাস্তবায়নের কুলিয়া প্রতিনিধি (CF) জাহিদা খাতুন।
এসময় মোট ৬৬ জন শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। কিশোরী শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এমন আয়োজন বলে জানান মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার শাহিদুর রহমান।