দেবহাটায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান

দেবহাটায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান
দেবহাটা প্রতিনিধি:- দেবহাটা কৃষি বিভাগের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার ১২ ডিসেম্বর, ২২ ইং তারিখ দুপুর সাড়ে ১২ টায় উপজেলা সেটেলমেন্ট অফিস প্রাঙ্গনে এই বীজ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি.এম স্পর্শ, দেবহাটা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা শওকত ওসমান ও কৃষি অধিদপ্তরের সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার ৫টি ইউনিয়নের ১৮০০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে উফশী ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সকল কৃষকদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন জমি ফেলে না রেখে চাষাবাদ করার জন্য। তাই সকল জমিতে চাষাবাদ করতে হবে। একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে আমাদের নিজেদেরকেই নিজেদের ভাগ্য পরিবর্তনে কাজ করতে হবে। তিনি কৃষি বিভাগের সহায়তা নিয়ে সকল জমিতে প্রয়োজনমতো আবাদ করার আহবান জানান।

Please follow and like us:

Check Also

দেবহাটায় নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময়

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা নাগরিক প্লাটফর্মের সাথে যুব ফোরামের তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।