সাতক্ষীরা সংবাদদাতাঃ সাতক্ষীরা সদরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবক পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার সড়ক দুর্ঘটনায় নিহত ফয়সাল(২৬) ও মোঃ সজীবের বাড়িতে তাদের পরিবারের হাতে অর্থ সহায়তা তুলে দেয়া হয়। জামায়াতের সামাজিক কাজের অংশ হিসেবে এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর মুহাদ্দিস রবিউল বাশার ও সেক্রেটারী মাওলান আজিজুর রহমানের নির্দেশনায় এই টাকা প্রদান সদর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী ও প্রাক্তন চেয়ারম্যান মাওলানা মোশারফ হোসেন ও সদর পূর্ব জামায়াতের সাবেক আমীর মাওলানা আজাদুল ইসলাম। জামায়াত নের্তৃত্ববৃন্দু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করে। মানুষের সেবায় হলো ধর্ম।
উল্লেখ্য মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সাতক্ষীরায় দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে মোঃ ফয়সাল(২৬) ও মোঃ সজীব(২৩) নামের দুই ব্যক্তি নিহত হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সাতক্ষীরা শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহত ফয়সাল ও সজীব সদরের নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল দুপুরে কাজ শেষে সাইকেলযোগে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক (সাতক্ষীরা-ট-১১০৬৭২) তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজনকে ধাক্কা দিয়ে আহত করে। নিহত ফয়সাল এক সন্তানের জনক। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় সজীব নামের আরেক ব্যক্তিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …