সাতক্ষীরা শিবিরের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি

সাতক্ষীরা সংবাদদাতা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র‌্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টারদিকে বাইপাস সড়ক এলাকা থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষ হয়। এ সময় নেতাকর্মীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্ােগান দিতে দেখা যায়।
সংক্ষিপ্ত সমাবেশে শাখা সভাপতি আবু উমায়ের বলেন, আজকে আমরা ৫২তম বিজয় দিবস পালন করছি। কিন্তু এই ৫২তম বছরে এসেও এ দেশের মানুষ বিজয়ের সুফল ভোগ করতে পারছে না। এখনও মানুষ প্রতিদিন মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। এখনও মানুষ তার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করছে। এ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হচ্ছে। এখনও শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিত হয়নি।
তিনি আরো বলেন, আজ দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গি ছাত্র সংগঠন ছাত্রলীগের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।

Check Also

তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।