মৌচাক সাহিত্য পরিষদের যুগপূর্তি উপলক্ষে গুনিজন সংবর্ধনা ও মৌচাক প্রকাশনার মোড়ক উন্মোচন

মোঃ সাইদুল হোসেন, শহর প্রতিনিধিঃ সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের যুগপূর্তি উপলক্ষে সাহিত্য সম্মেলন, গুণীজন সংবর্ধনা, মৌচাক প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার  সকাল ১০ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে  মৌচাক সাহিত্য পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুল বারীর সভাপতিত্বে ও সাধরন সম্পাদক আব্দুল ওহাব আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শেখ মঈনুল ইসলাম মঈন। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক, ভাষা গবেষক অধ্যাপক কাজী মুহাম্মদ অলিউল্লাহ, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ মো. এবাদুল্লাহ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। আলোচক হিসেবে সাহিত্যের উপরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান, যশোরের সাহিত্য গবেষক ডঃ সবুজ শামীম আহসান। এসময় বক্তব্য রাখেন মৌচাক সাহিত্য পরিষদের  কার্য নির্ববাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সভাপতি  আব্দুর রব ওয়ার্ছি,  উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হোসেন,  তৃপ্তি মোহন মল্লিক, ড. নাজমুল হক, সংগঠনের সহ- সভাপতি আবুল হোসেন আজাদ,প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল অদুদ,জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন,প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল অদুদ, রফিকুল বারী,ঈক্ষন সাহিত্য পরিষদের সভাপতি কবি পল্টু বাসার, চৌগাছার বিশিষ্ট কবি অধ্যক্ষ মাফিজুল ইসলাম, মনিরামপুরের কবি  ও সাহিত্যিক অধ্যাপক নজরুল ইসলাম, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারন সম্পাদক মোঃ মশিউর রহমান,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়াউদ্দিন আহমেদ, সাহিত্যিক মফিজুল ইসলাম, । এসময় মৌচাক সাহিত্য পরিষদ সহ জেলা সাহিত্য অঙ্গনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাহিত্য যদি না থাকে আমাদের জাতীর প্রাণ থাকবে না। সাহিত্যিকরা দেশের মননশীলতাকে ধরে রেখেছেন। কবিতা ও সাহিত্য দেশকে ভালবাসতে অনুপ্রেরনা যুগায়। তিনি আরো বলেন মহান স্বাধীনতার সময় কবিতা ও সাহিত্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো। সভা শেষে ভারতীয় অতিথি শিল্পীদের পরিচালনায় মনোমুগ্ধকর সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

 

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।