বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, একই পরিবারের ৩ জন নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে সংঘর্ষে বাবা-মেয়ে ও শ্যালকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুনসুরাবাদ বাসস্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পরে উত্তেজিত জনতা গাড়িকে আগুন ধরিয়ে।  নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার মাইনুদ্দিন (৩৫), তার মেয়ে তাবাসুম (৮) ও শ্যালক ভাঙ্গার মাজারদিয়া গ্রামের সৌরভ (১৬)।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. তৈমুর ইসলাম জানান, ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে ঢাকাগামী স্টারলাইন পরিবহণ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তিনজন নিহত হয়েছেন। পরে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে। সড়কে আগুনে ধরিয়ে দেওয়া পরিবহণ পানি দিয়ে নিভিয়ে ফেলে।

Check Also

সাতক্ষীরায় অবৈধ দখলদার হতে সরকারি খাস জমি উদ্ধার

আজ ০৬ এপ্রিল ২০২৫ তারিখে সাতক্ষীরার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।