বিলাল মাহিনী :
যশোরের অভয়নগরে দিনব্যাপী একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভৈরব উত্তর জনপদের ঐতিহ্যবাহি সিংগাড়ী হাইস্কুল মাঠে জবেদা ইনস্টিটিউট এর আয়োজনে ১১ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বইমেলা চলে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. তানভীর দুলাল, অধ্যাপক মাজিদ মিঠু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাজিম উদ্দিন ও অধ্যাপক তানজীর আহমেদ।
জবেদা ইনস্টিটিউটের পরিচালক আহমেদ মাসুমের ব্যবস্থাপনায় ও সাগর রায়ের সঞ্চালনে উক্ত গ্রন্থমেলায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক সুনীল কুমার দাস, সিংগাড়ী মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক আলমগীর শেখ, প্রভাষক তাপস কুমার বিশ্বাস, ভৈরব সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী সম্পাদক কবি বিলাল মাহিনী, শিক্ষক ও সাংবাদিক আমিনুর রহমান প্রমুখ।
গ্রন্থমেলায় উদীচী, ভৈরব, দি বার্থ ও ম্যাজিক লণ্ঠণসহ ছয়টি স্টল অংশ নেয়। শিক্ষার্থী ও বইপ্রেমীদের অংশগ্রহণে বইমেলা সুন্দর হয়ে উঠে।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলতান শিল্পী গোষ্ঠী, নওয়াপাড়া।