সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
“ভিটামিন ‘এ’ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে ধারন করে সোমবার ২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাতক্ষীরা শিশু হাসপাতালের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান সবুজের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এবিষয়ে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান সবুজ বলেন, সারা দেশের মতো সাতক্ষীরা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম্য পর্যায়ে ৫ মাস বয়স হতে ৫ বছর বয়স পর্যন্ত সর্বমোট ২ লক্ষ ৫৯ হাজার ৪৩০ জন বাচ্চাকে একদিনে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর টার্গেট রয়েছে । এজন্য সাতক্ষীরায় ১৯৪০ টি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে ২ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে।এ ক্যাম্পেইন সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।