বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেছেন, বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হতে ব্যর্থ হয়েছে। যারা এদেশে রাষ্ট্র পরিচালনা করেছে তারা জাতিকে সঠিক পথ দেখাতে পারিনি। ফলে শোষণ,বঞ্চনা ও সীমাহীন দুভোর্গে পড়েছে গোটা জাতি। এমন একটি ক্রান্তি লগ্নে জাতিকে আলোর পথ দেখাতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটির অবির্ভাব হয়েছে। আশা করি মুক্তি মিলবে সাধারণ মানুষের। ২৫ ফেব্রুয়ারী শনিবার বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ ডেভেলপমেন্ট পাটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এড. সাইফুজ্জামান মিঠুর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ কামাল উদ্দীনের পরিচালনায় প্যালেস হোটেল সাতক্ষীরা এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান বক্তার আলোচনা রাখেন দলটির জেনারেল সেক্রেটারি মুহা: নিজামুল হক । এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কোষাধ্যক্ষ মোহাম্মদ রিয়াদ হোসেন ও অফিস সম্পাদক মেহেদী হাসান। সম্মেলনে অন্যান্যের মধ্যে সাতক্ষীরা সদর ও জেলার শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
দলটির জেনারেল সেক্রেটারি মুহা. নিজামুল হক বলেন, বিডিপি আগামীতে একটি জনবান্ধব ,গণতন্ত্রগামী বাংলাদেশের স্বাধীনতা -সার্বভৌমত্বের সংরক্ষণকারী দল হিসেবে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে। আর সেটা করতে গিয়ে দলের নেতা কর্মীকে শৃঙ্খলা ,মানুবর্তিতা ,দেশপ্রেমের অনুভূতি ও আন্তরিকতার সাথে কাজ করে যেতে হবে।
এর আগে সকাল আটটার দিকে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শ্যামনগর উপজেলা পাটির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে দলটির চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
একই দিন বিকাল সাড়ে ৩টার দিকে কলারোয়া উপজেলায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে দলটির চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। প্রেসবিজ্ঞপ্তি।