প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

রাজধানীর উত্তরখানে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিব হাসান।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন ও ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর জাইদুল ইসলাম মোল্লাসহ স্থানীয় আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পাঁচ হাজার মানুষের মাঝে প্রধানমন্ত্রীর এই উপহার তুলেন দেন

মোহাম্মদ হাবিব হাসান জানান, তার আসনে ১৪টি ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে তিনি প্রতিটি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঈদ সামগ্রী পৌঁছে দেবেন।

এলাকায় কোনো অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেদিক লক্ষ্য রেখে তিনি কাজ করছেন। এর আগে তিনি তুরাগ থানার আওতাভুক্ত ৫৩নং ওয়ার্ডেও ঈদসামগ্রী বিতরণ করেছেন বলে জানান।

Check Also

প্রকৌশলী গিয়াস উদ্দীনের রুহের মাগফিরাত কামনায় দোয়া

ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, ঢাকা ও ফোরাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।